ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে ১ম দিন ছিলো মিছিলে শ্লোগানে মুখরিত

মাসুদ রানা ,ফুলপুর :

আগামী ৮ মে /২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুলপুর উপজেলা পরিষদের নির্বাচন। ২৩ এপ্রিল ২০২৪ (মঙ্গলবার) প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয়েছে জমজমাট প্রচারণা।

 

তবে গত প্রায় দুই মাস যাবত প্রার্থীরা বাড়ি বাড়ি উঠান বৈঠক সহ গণসংযোগে ব্যস্ত ছিলেন। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ০৫ জন, ভাইস চেয়ারম্যান ০৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন

 

উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,৮৪,৭৮৯জন। ইউনিয়নঃ ১০টি।
বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল (ঘোড়া) , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান (আনারস) ,ছাত্রলীগের সাবেক দুইবারের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান টিটু (মটরসাইকেল) শ্রমিক লীগ নেতা আফতাব উদ্দিন ( দোয়াত কলম) ও বিএনপি নেতা এমরান হাসান পল্লব (হেলিকপ্টার) প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে আলোচনা করে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে ৪ প্রার্থীর মর্ধে লড়াই।

ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমানের (আনারস)অবস্থান এখন পর্যন্ত অত্যন্ত সুদৃঢ়। অপর তিন হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগ নেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল(ঘোড়া) ও সাবেক ছাত্রলীগের সভাপতি এবং আওয়ামী লীগ নেতা মনিরুল হাসান টিটু ও (মটরসাইকেল) প্রচন্ড শক্ত অবস্থানে রয়েছেন।বিএনপি নেতা এমরান হাসান পল্লবের (হেলিকপ্টার) অবস্থান ও শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে গুঞ্জন রয়েছে।

অপরদিকে জেলা শ্রমিক লীগের সভাপতি আফতাব উদ্দিনের (দোয়াত কলম) ১০ ইউনিয়নের মধ্যে প্রায় বেশ কয়েকটি ইউনিয়নে তেমন কোন বিশেষ পরিচিতি নেই বলে জানা গেছে।

ভাইস-চেয়ারম্যান পদে আব্দুর ছবুর সবুজ ( বৈদ্যুতিক বাল্প) প্রতিক নিয়ে ভোটারদের কাছে আলোচনার শীর্ষে, উপজেলা উলামা লীগের সাবেক সভাপতি মাওলানা আজাহারুল ইসলাম ( তালা) , শিক্ষক আমিনুল ইসলাম ( টিউবওয়েল) , আবু সাঈদ ( টিয়া) প্রতিক নিয়ে প্রচারণা শুরু করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে

বর্তমান ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী ( কলস) ও মোছাঃ পান্না আক্তার তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।

প্রতিক বরাদ্দের প্রথম দিন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফুলপুর পৌর শহরে বিশাল মিছিল নিয়ে প্রবেশ করে, অন্যদিকে বিএনপি নেতা এমরান হাসান পল্লব কর্মী বাহিনী নিয়ে মিছিল ও শ্লোগান দিয়ে ১ম দিন শুরু করেছেন । নির্বাচনের আরো ১৫ দিন বাকি। অপরদিকে ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুবুর রহমান এর নেতৃত্বে পুলিশ সদস্যরা কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে সর্বদাই দায়িত্ব পালন করে যাচ্ছেন।