ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাজি শফিক ইসলামিয়া দাখিল মাদরাসায় আলহাজ্ব মোহাম্মদ শফিকের মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও:

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা হাজি শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক মরহুম আলহাজ্ব মোহাম্মদ শফিকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা ও ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মাদ্রাসার হলরুমে সুপার মাওলানা মোঃ নুরুল হাকিমের সভাপতিত্বে ৭ম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম আসিফের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার জসিম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফেরদাউস। তিনি হাজী শফিক ইসলামের বিভিন্ন অবদানের কথা আলোকপাত করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাজী শফিক আহমদের চতুর্থ পুত্র, মাদ্রাসার দাতা সদস্য আজিজুল হক, জিয়াউল হক, আমির সুলতান, সাংবাদিক বজলুর রহমান ও মুজিবুর রহমান।

 

শিক্ষদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নূরুল হাকিম, মোঃ আব্দুর রহিম, মোহাম্মদ খালেদ, নূরুচ্ছফা, মোহাম্মদ জকরিয়া, নূরুল হক, শিরিন আক্তার, গোলাম মোস্তফা, আতিকুর রহমান, আব্দুল হামিদ, জয়নাল আবেদীন, মোঃ জসিম উদ্দীন, মোঃ বেলাল উদ্দিন আযাদ, কুতুব উদ্দিন, আব্দুল মালেক, মোহাম্মদ আইয়ুব।

 

উপস্থিত ছেলেন আবুল হাসিম, নুরুল আলম, মোঃ খোরশেদ আলম ও রোহানা আক্তার।
ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার, আরিফুল ইসলাম ও নকিবুল হাসান।

 

বক্তারা বলেন, হাজী শফিক ইসলামের অবদানের মধ্যে মসজিদ, মাদ্রাসা, ফোরকানিয়াসহ সমাজে অসংখ্য অবদান রেখেছেন যা অতুলনীয় এবং ভুলবার নয়।

আজ তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র-ছাত্রী পড়ালেখা করে বিভিন্ন কলেজ-মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জন করতে সক্ষম হয়েছে। যে এলাকাতে একসময় শিক্ষার হার খুবই কম ছিল, আজ হাজী শফিক ইসলাম দাখিল মাদ্রাসার অবদানে প্রত্যেক ঘরে ঘরে ছাত্র-ছাত্রীরা পড়ালেখা করতে সুযোগ পেয়েছে।

 

অনুষ্ঠানে খতমে কোরআন, কবর জিয়ারত, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, শিক্ষকদের পক্ষ থেকে ইছালে সওয়াবের উদ্দেশ্যে গরিব শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জকরিয়া।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪