ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুতুবদিয়া স্বেচ্ছাসেবক লীগ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

কুতুবদিয়া প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুতুবদিয়া উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

 

রোববার (২ জুলাই) বিকালে কুতুবদিয়া উপজেলা চত্বরে আহ্বায়ক কমিটির নেতাকর্মীগণ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ, গত ২৬ জুন কুতুবদিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগ। আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ৩১ জুলাই’র মধ্যে উপজেলা ভিত্তিক কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করা হয়।

এ সময় স্বেচ্ছাসেবক লীগ কুতুবদিয়া উপজেলা শাখার নব নির্বাচিত আহবায়ক আহবায়ক জাহেদুল হকের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শহীদুল ইসলাম লালা, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফখরুল হাসান ফরহান, সদস্য শিব্বির আহমেদ, শফিকুর রহমান মানিক, মফিজ আলম, সালাউদ্দিন কাদের তুষার, বন্ধন সরকার,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪