ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

জালে আটকা সোনালী অজগর বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট থেকে পূর্বে প্রায় এক কিলোমিটার দূরে কৃষকের ফসলী জমির ঘের জালে আটকা ১০-১২ ফুট লম্বা একটি বিরল প্রজাতির সোনালী রঙের অজগর সাপ উদ্ধার করে বনবিভাগের লোক। বিষয়টি নিশ্চিত করেছেন জলদী বনবিটের বন্যপ্রাণী সংরক্ষক মো. নেজামুল ইসলাম।

 

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১০টার সময় বনবিভাগের লোকজন সোনালী অজগরটি উদ্ধার করে নিয়ে যান। পরদিন মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর নির্দেশনায় বিরল প্রজাতির সোনালী অজগরটি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাইল হক, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের জলদী বনবিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখসহ কর্তব্যরত অন্যান্য কর্মকর্তা ও স্টাফরা।

জানা যায়, উপজেলার সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট সংলগ্ন পূর্বে পাহাড়ি জঙ্গলে কৃষকের ফসলি জমিতে জালে আটকা পড়ে সোনালী অজগর সাপটি। খবর পেয়ে বনবিভাগের লোকজন সেটি রাতে উদ্ধার করে। পরেরদিন সকালে বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়।

 

এইচ এমকাদের,সিএনএন বাংলা২৪