ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ১৪ দলের আহ্বান, ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ জরুরি

চট্টগ্রাম ব্যুরো অফিস:

সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর ব্যাপক প্রকোপ দেখা দেওয়ায় এ থেকে পরিত্রাণে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে চট্টগ্রাম ১৪ দল।

চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজনের নেতৃত্বে ১৪ দলের নেতারা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিনের সাথে তাঁর দফতরে মতবিনিময় করতে গেলে উপরোক্ত আহবান জানানো হয়।

 

এরপর ১৪ দলের নেতারাও ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সাথে মতবিনিময় সভায় মিলিত হন। নেতারা এসময় জেনারেল হাসপাতাল পরিদর্শন করে ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

 

নেতৃবৃন্দ ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে ভর্তিকৃত রোগীদের সাথে স্বাক্ষাত করে হাসপাতালে চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেন এবং কীভাবে চিকিৎসাসেবার মান আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, উপপরিচালক (স্বাস্থ্য) ডা. ইফতেখার আহমেদ, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়ুয়া, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য মিটুল দাশ গুপ্ত, গণআজাদী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা নজরুল ইসলাম আশরাফী, ন্যাপ মহানগর কমিটির সভাপতি বাপন দাশগুপ্ত, সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ মজুমদার, সাম্যবাদী দলের আহবায়ক অমূল্য বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ডা. বেলাল মৃধা, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হাওলাদার, বিভাগীয় টিবি এক্সপার্ট ডা. বিপ্লব পালিত, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. হোসাইন, পি.এ টু বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মুহাম্মদ শাহাদাৎ হোসেন প্রমূখ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪