ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের কলাতলিতে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্রী নিহত

অ্যাডভোকেট আয়েশা আক্তার:

কক্সবাজার শহরের কলাতলি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) রাত ১০টা ৫০মিনিটে কক্সবাজার শহরের কলাতলি আদর্শ গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক অটোরিকশা চালককে আটক করা হয়েছে।

নিহত কলেজছাত্রী কলাতলী আদর্শ গ্রামের মুহাম্মদ হেলাল উদ্দিনের মেয়ে ও কক্সবাজার উত্তরন মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত নাজমুল হুদা।

 

তিনি নিহত স্কুলছাত্রীর স্বজনের বরাত দিয়ে বলেন, প্রাইভেট শেষে বাড়ির ফেরার পথে কলাতলি সড়ক বিভাগের রেস্ট হাউজ এলাকায় কক্সবাজার শহরমুখি একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা দিলে পাশে থাকা দেওয়ালে লাগে। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় জনতা ধাওয়া করে ঘাতক চালক ও সিএনজিটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪