ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় টেকনাফের হোসেনসহ নিহত ৫

কক্সবাজার অফিস :

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব অফিসার বিপ্লব কুমার নাথ।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবসারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬) ও কক্সবাজারের টেকনাফের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০)।

 

জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার আসছিল রিল্যাক্স পরিবহনের ডাবলডেকার বাসটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা পাঁচযাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।

 

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব অফিসার বিপ্লব কুমার নাথ বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গাড়ির ভেতর থেকে নিহত পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও নিহত তিনজনের নামপরিচয় জানা যায়নি।