ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ রাসেল মঞ্চ:দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থায়ী মঞ্চের উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক:

নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দীর্ঘ বছর পর স্থায়ীভাবে মঞ্চ স্থাপন করা হয়েছে।গতকাল ৬মে,সোমবার স্থায়ীভাবে নির্মিত শেখ রাসেল মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ,রাজনৈতিক ও পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেলিম আফজাল।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য হাজী মোঃ নাসির উদ্দীন, সৈয়দ আনোয়ার করিম রুশদি,সাইফুল্লাহ খালেদ খোকন, সদস্য মোঃ আখতার হামিদ,মহিলা সদস্য রোকসানা বেগম এবংবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ওসমান গনি, শিক্ষক মিলন চক্রবর্তী,শুভাশিস নন্দী ,শিক্ষিকা ফেরদৌস আরা চৌধুরী,হুমায় আরা বেগম, শাহীনা আক্তার, সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ মুক্তার আহমেদ,শিক্ষক মোঃ ইলিয়াস আলী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র- ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সেলিম আফজাল সহ সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দর একটি স্থায়ীমঞ্চ নির্মাণ করার জন্য সকল ছাত্র-ছাত্রী, অভিভাবকদের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিল্প সংস্কৃতি চর্চায় এ মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন উপস্থিত সকল শিক্ষক – শিক্ষিকা।