ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে শেখ রাসেল দিবস পালিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সহকারী কমিশনার (ভূমি) শামশুদ্দিন মো রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা,জনপ্রতিনিধি ও ছাত্র -শিক্ষক উপস্থিত ছিলেন।

 

এদিকে দিবসটি উপলক্ষ্যে আগত ছাত্র-ছাত্রীদের নিয়েল চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নাইক্স্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিয় বিজয়ীদেরকে পুরুষ্কার বিতরণ করা হয়।

 

উপজেলা প্রশাসন জানান, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয় শেখ রাশেলের প্রতিকৃতিতে। এর পর বের করা হয় বর্ণাঢ্য র‍্যালী। সর্বশেষ অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি-চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা।

 

এতে উপজেলার সর্বস্থরের কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪