ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০ কেজি ওজনের কালো পোপা সোয়া ৯ লাখ টাকায় বিক্রি

নুর মোহাম্মদ:

বঙ্গোপসাগরে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি কালো পোপা মাছ। বারোবাইন নামক বঙ্গোপসাগরের টেকনাফ অংশে (১৪ জুলাই) জেলে সৈয়দ আহমদের মালিকানাধীন ট্রলারের জালে পোপা মাছটি ধরা পড়ে।

 

 

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে হাত বদল হয়ে কালো পোপা মাছটি ৯ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

ট্রলারের মাঝি মোহাম্মদ উল্লাহ শুক্রবার টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া হতে পাঁচ মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে বারোবাইন নামক এলাকায় সকাল সাড়ে ১০ টা দিকে সাগরে জাল ফেলে। পরে জাল তুলোর সময় বিভিন্ন প্রজাতির মাছসহ বড় কালো পোপা মাছ আটকা পড়ে। শামলাপুর নৌ-ঘাটের মাছ ব্যবসায়ী কমিটির সভাপতি মাঝি সিরাজুল ইসলাম বিষয়টি জানান।

 

শুক্রবার দুপুর ১টার দিকে খবরটি ছড়িয়ে পড়লে বাহারছড়া নৌ-ঘাটে মাছটি দেখতে মানুষ ভিড় করেন।

সৈয়দ আহমদের ট্রলারের মাঝি মোহাম্মদ উল্লাহ জানান বাহারছড়া থেকে পাঁচ মাঝি-মল্লাসহ বঙ্গোপসাগরে বারোবাইন নামক এলাকায় সাড়ে ১০ টা দিকে সাগরে জাল ফেলে জালে বিভিন্ন প্রজাতির মাছসহ বড় কালো পোপা মাছটি ধরা পড়ে।

ট্রলার মালিক সৈয়দ আহমদ জানান, ৩০ কেজি ওজনের কালো পোপা মাছটি বাহারছড়া নৌঘাটে ৪ লাখ টাকায় মো: ইউনুস নামের এক মাছ ব্যবসায়ীকে বিক্রি করেছি।

পরে তিনি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ৯ লাখ ২০ হাজার টাকায় ব্যবসায়ী শামীম আহমেদ মনুকে ৩০ কোজি ওজনের মাছটি কিনে নিয়েছেন। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন হাজারী বিষয়টি জানিয়েছেন।

মৎস্য বিজ্ঞানীদের মতে, পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায়। তাই বিভিন্ন দেশে এই মাছের চাহিদা প্রচুর। এর বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি।বায়ুথলি বেশ মূল্যবান বলে পোপা মাছের দামও বেশি পাওয়া যায়।

স্থানীয় জেলেরা জানান, সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা আগামী ২৩ জুলাই শেষ হবে। অনেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ট্রলারে করে সাগরে মাছ শিকার করেছেন।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট