ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলকাতায় তিতুমীর সম্মাননা পেলেন প্রবীণ কবি ও সাংবাদিক আব্দুর রশীদ চৌধুরী

সালেহ আহমদ (স’লিপক):

 

বীর বিপ্লবী তিতুমীরের জন্মদিন উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ কর্তৃক বাংলাদেশের প্রবীণ কবি, সাংবাদিক ও সমাজসেবক, দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রশীদ চৌধুরীকে তিতুমীর সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (২৭ জানুয়ারী) বিকেলে কলকাতা কফি হাউসে একঝাঁক কবি সাহিত্যিকদের উপস্থিতিতে বাংলাদেশের প্রবীণ কবি ও সাংবাদিক আব্দুর রশীদ চৌধুরীকে তিতুমীর সম্মান প্রদান করেন পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের সম্পাদক চন্দ্রনাথ বসু।

এসময় উপস্থিত ছিলেন কবি ধ্রুবব্রত দত্ত , কবি ও শিক্ষিকা সুপর্ণা কর্মকার, শিশুকবি স্বপ্ন প্রামাণিক, কবি ও প্রকাশক মধুমিতা ধূত এবং শিক্ষক সন্দীপন প্রামানণিক।

বিপ্লবী তিতুমীরের জীবনী নিয়ে আলোচনা করেন ধ্রুবব্রত দত্ত। তিতুমীরের জন্মদিন উপলক্ষে উপস্থিত সকলকে ব‌ই উপহার দেওয়া হয়।

রবিবার (২৮ জানুয়ারী) কলকাতা ব‌ই মেলাতে “সবুজ মন” পত্রিকা প্রকাশ করবেন কবি আব্দুর রশীদ চৌধুরী। ঐদিন আব্দুর রশীদ চৌধুরীকে সেরা বাঙ্গালী কবি সম্মান প্রদান করা হবে।

চন্দ্রনাথ বসু সকলকে কলকাতা ব‌ই মেলায় সবুজ মন সাহিত্য পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।