ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পিস্তল উঁচিয়ে নৌকার মিছিলে তানভীর : জনমনে আতঙ্ক আটক ১

মাহমুদুল্লাহ রিয়াদ,ময়মনসিংহ:
ময়মনসিংহের নান্দাইলে নির্বাচনী এলাকায় এক যুবককে দুই হাতে দুটি অস্ত্র উচিয়ে নৌকার মিছিল করতে দেখা গেলে এলাকায় আতঙ্ক দেখা দেয়।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নৌকার পক্ষে মিছিলে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র (পিস্তল) উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে একদল তরুণ। পুলিশ বলছে, অস্ত্রধারীকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে নৌকার মিছিলে অস্ত্র প্রদর্শনের এ ঘটনা ঘটে। মিছিল শেষে নিজেরাই ফেসবুকে ভিডিও প্রকাশ করেন। এতে করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে বিষয়টি সবার নজরে আসে। অস্ত্রধারী যুবকের নাম মো. ওয়াহিদুজ্জামান তানভীর (২২)। তিনি উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের উসমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে আনন্দ বাজারে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নির্বাচনী ক্যাম্প হয়েছে। প্রতিদিন সন্ধ্যার দিকে এলাকার লোকজন সেখানে জড়ো হন। বুধবার সন্ধ্যায় ওয়াহিদুজ্জামান তানভীরের নেতৃত্বে একটি মিছিল নির্বাচনী ক্যাম্পে জড়ো হয়৷ সেখানে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে নৌকা, নৌকা, তানভীর ভাই, তানভীর ভাই বলে স্লোগান দেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, ওয়াহিদুজ্জামান তানভীর অল্প বয়সেই আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করেন। এর আগেও তানভীরের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে। অভিযোগ দিলেও কোনো কাজে আসেনি।

চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, এই ছেলেটিকে আমি একদিন এক মিটিংয়ে দেখেছি। পরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। সে আমাদের দলের পদে নেই, আর নৌকার পক্ষে মিছিল করেছে কিনা তা আমার জানা নেই।

ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ঘটনার খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনী মিছিলে প্রদর্শন করা অস্ত্র উদ্ধার করে এবং অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, অস্ত্রটি পুলিশ উদ্ধার করেছে। পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।