ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন এবং মহাসচিব স ম হামেদ হোসাইন

সালেহ আহমদ (স’লিপক):

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী ও মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর পবিত্র হজ্বব্রত পালনে সৌদি আরবে গমন করায় সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইনকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম স্বাক্ষরিত এক বার্তা প্রেরণের মাধ্যমে সংবাদ মিডিয়ায় এ খবর জানিয়েছেন।

প্রেরিত বার্তায় জানানো হয়, সংগঠনের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে মাননীয় চেয়ারম্যান ও মহাসচিব এ সিদ্ধান্ত নেন। তাঁদের হজ্জব্রত পালনের মেয়াদ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব এ দায়িত্ব পালন করবেন।