ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলী টানেলের টোলের হার নির্ধারণ

চট্টগ্রাম অফিস:

নির্ধারণ হলো কর্ণফুলী টানেলের টোলের হার,চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ব্যবহারের জন্য অনুমোদিত শ্রেণির যানবাহনের জন্য টোল নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু বিভাগ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে সেতু বিভাগের উপসচিব মো. আবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই টোল নির্ধারণের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুসারে, কার, জীপ এবং পিকআপের জন্য ২০০ টাকা; মাইক্রোবাসের জন্য ২৫০ টাকা; বাস (৩১ আসন বা এর কম) ৩০০ টাকা; বাস (৩২ আসন বা বেশি) ৪০০ টাকা; বাস (৩ এক্সেল) ৫০০ টাকা; ট্রাক (৫ টন পর্যন্ত) ৪০০ টাকা; ট্রাক (৫.১ টন থেকে ৮ টন পর্যন্ত) ৫০০ টাকা; ট্রাক (৮.১ থেকে ১১ টন) পর্যন্ত ৬০০ টাকা; ট্রাক/ট্রেইলার (৩ এক্সেল) ৮০০ টাকা; ট্রাক/ট্রেইলার (৪ এক্সেল) এক হাজার টাকা এবং ট্রাক/ট্রেইলার (৪ এক্সেলের বেশি) এক হাজার টাকার সঙ্গে প্রতি এক্সেলের জন্য ২০০ টাকা।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪