মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বিজিবি’র ধারাবাহিক অভিযানে উপজেলার দোছড়ি ইউনিয়নের ডুলুঝিরিতে বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে অভিযান চালিয়ে ৪১টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তের দুর্গম পাহাড়ি পথে দিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে প্রবেশকালে ১১ বিজিবির অধীনস্থ লেবুছড়ি, পাইনছড়ি ও হাতিমারাঝিরি বিওপির জোয়ানরা বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিম এর দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে এসব বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হন।
এবিষয়ে বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিম জানান, গবাদি পশুসহ সীমান্ত দিয়ে চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি অস্ত্র, মাদক, গবাদি পশুসহ সবধরণের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত আছে।
এছাড়াও নাইক্ষ্যংছড়ি বিজিবি গত জানুযারি থেকে এ পর্যন্ত গবাদিপশু, সুপারি নিলামের মাধ্যমে প্রায় ২৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে।
এইচ এম কাদের, সিএনএন বাংলা ২৪