ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে জুয়ার আসরে পুলিশের হানা, ৫ জুয়াড়ি আটক

ইকরা তৌহিদ মিম, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বন্দর থানার ধুমপাড়া এলাকায় জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিবাগত রাত দেড়টায় নুর নবী বিল্ডিংয়ের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সৈয়দ কবির (৩৮), এসএম মাসুদ (৪০), মো. সালাহউদ্দিন (৩৮), মো. বাদশা (৪০) ও মো. ইউসুফ (৪২)।

 

বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের ধুমপাড়া এলাকায় অভিযানে জুয়ার আসর থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ সময় তাসের বান্ডেল ও নগদ ৪ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪