ই-পেপার | শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গন্ডামারা পাওয়ার প্লান্ট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা এস.এস পাওয়ার প্ল্যান্টের জেটির উত্তর পাশে প্রজেক্টের কয়লা জেটির জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ ৪ জন কে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।

 

গত শনিবার দিবাগত রাত ২টার দিকে (১৮ ফেব্রুয়ারী) ওই এলাকার পাথর টালের দক্ষিনে খালের মধ্যে কয়েকজন ডাকাত কাঠের বোট নিয়ে ডাকাতির প্রস্তুতি নিলে ২টি রাম দা, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছোরা, ১টি কাঠের বোটসহ ডাকাতদলের ৪জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলি থানাধিন দক্ষিন শাহ মিরপুর এলাকার মো. দিদার (২৭), মো. নুরুদ্দীন (৩২), মো. শাহানুর (৩৫) ও মোঃ সেলিম (৩০)।

 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ‘গন্ডামারা এস.এস পাওয়ার প্ল্যান্টের জেটির উত্তর পাশে প্রজেক্টের কয়লা জেটির জাহাজে ডাকাতির প্রস্তুতির খবর পেলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বোট দিয়ে পাহারারত কয়লা জেটির সিকিউরিটির লোকজন ও পুলিশের সহায়তায় আসামীদের গ্রেপ্তার পূর্বক অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়। আজ বিজ্ঞ আদালতে আসামীদের সোপার্দ করা হয়।