ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারী জায়গা দখল করে ভবন নির্মাণ”পেকুয়ায় সাবেক ভাইস চেয়ারম্যানের নির্মাণাধীন দোকান ঘর সীলগালা

পেকুয়ার প্রতিনিধি ;

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইদ্রিস বাদশাহ।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) বেশ কয়েক বার অভিযান পরিচালনা করে নির্মাণ কাজ বন্ধ করে দিলেও গত পনেরো দিন ধরে শ্রমিক দিয়ে ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি।

 

খবর পেয়ে শনিবার (২০ এপ্রিল) বিকেলে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রূম্পা ঘোষ। এসময় নির্মাণাধীন ভবন ও দোকান ঘর সীলগালা করে দেওয়া হয়েছে।

 

জানা গেছে, পেকুয়া বাজারের পশ্চিম পাশে সরকারি জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করে আসছিলেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইদ্রিস বাদশাহ । ভবন নির্মাণের দেখভাল করছিলেন তার ছেলে শহিদুল ইসলাম ।

 

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের খবর পেয়ে সেখানে কয়েক বার অভিযান চালিয়ে নির্মাণ কাজ না করতে নির্দেশ প্রদান করি। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল তারা , আজকে অভিযান পরিচালনা করে নির্মাণ কাজ বন্ধ করে দোকান ঘর সীলগালা করে দেওয়া হয়েছে।তিনি বলেন, সরকারী জায়গা দখল করে ভবন নির্মাণ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।