ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে দস্যুতার ঘটনায় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর আক্তারুজ্জামান ফ্লাইওভারে বাসে দস্যুতার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুঠ করা মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মো. আজিম, মো. সাজ্জাদ হোসেন আজাদ, মো. নিশাদ, মো. মুন্না ও সাইফুল ইসলাম নাঈম। মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাত আড়াইটায় নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড়, সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আবছার। তিনি বলেন, ‘মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানাধীন বলিগাঁও কাঠপট্টি বাজারের মেসার্স মুজিবুর রহমান টিম্বার ট্রেডার্স নামক দোকানের মালিক মো. পারভেজ খান। তিনি গত ৯ জুলাই চট্টগ্রাম বন্দর থেকে কাঠ কিনতে চট্টগ্রামে আসেন। এদিন ভোররাত সোয়া ৪টায় জিইসি মোড় থেকে বন্দরে যাওয়ার জন্য একটি বাসে উঠেন। ওয়াসার মোড়ে ফ্লাইওভারের কাজ চলায় বাসটি ডান পাশের রোড দিয়ে লালখান বাজার ইস্পাহানি মোড়স্থ জিইসিগামী আক্তারুজ্জামান ফ্লাইওভারে উঠে যায়।’

‘এরপর হেলপার বাসের গেট বন্ধ করে দেয় এবং সাথে সাথে বাসে যাত্রী ছদ্দবেশে বসে থাকা দুষ্কিৃতিকারীরা তাকে মারধর করে ছুরি দিয়ে আঘাত করে। এসময় তার কাছ থেকে ২০ হাজার টাকা, একটি মোবাইল, একটি ঘড়ি, কাপড়-চোপড় নিয়ে তাকে লাথি মেরে বাস থেকে ফেলে দেয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন।’

 

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমরা নগরীর বিভিন্ন এলাকার ৭৭টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করি। এরপর গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় ও সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা আজিমসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যবসায়ী থেকে লুঠ করা মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।’

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪