ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রমিক অধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে বিভিন্ন উপজেলার সিনিয়র নেতাদের নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ে প্রতিনিধি সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ চট্টগ্রাম জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক রিদুয়ান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ আনোয়ারা উপজেলার সদস্য সচিব আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সংগঠক ইউসুফুল আলম রুকন।

 

প্রতিনিধি সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার শ্রমিক অধিকার পরিষদের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন যুগপৎ আন্দোলনে শ্রমিকদের প্রতিনিধি হয়ে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪