ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ায় বায়তুল মামুর জামে মসজিদের উদ্বোধন

মুহাম্মদ হেলালউদ্দিন, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বিনামারা গ্রামের তরুণ ব্যবসায়ী শিল্পপতি শেখ মোঃ পারভেজ ও এলাকাবাসীর সহযোগিতায় নির্মিত মসজিদ বায়তুল মামুর জামে মসজিদ পবিত্র জুমার নামাযের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে।

শুক্রবার সংক্ষিপ্ত বক্তব্য শেষে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া পৌরশহরের ঐতিহ্যবাহী সোসাইটি শাহী বায়তুল মাওয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা লায়ন মোঃ আলমগীর চৌধুরী, মসজিদের জমিদাতা ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ শাহজাহান ও আবুল কালাম।

এসময় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জিয়াউল হক, চকরিয়া উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম কাজল, অ্যাডভোকেট রিদুয়ানুল হক, সাবেক কাউন্সিলর জিয়াবুল হক, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ বেলাল উদ্দিনসহ মসজিদ সংশ্লিষ্ট স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিবসে জুমার আলোচনা, খুতবা, জুমার নামায এবং মুনাজাত পরিচালনা করেন- সোসাইটি শাহী বায়তুল মাওয়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ বশির আহমদ।