ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আরসার শীর্ষ সন্ত্রাসী মাত্তুল কামাল অস্ত্রসহ গ্রেপ্তার

কোহিনূর হেলাল, কক্সবাজার :

সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী মাত্তুল কামাল ওরফে নুর কামাল হাসিম উল্লাহ (৩০)কে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার মাত্তুল কামাল উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ওয়েস্ট ব্লক/ই-৬ এর বাসিন্দা মুহাম্মদ ইসলামের পুত্র।

৩১ অক্টোবর (মঙ্গলবার) রাত সোয়া এগারোটার দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।তিনি বলেন, ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী ও বহু মামলার আসামি মাত্তুল কামাল ওরফে নুর কামাল হাসিম উল্লাহকে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়াপাড়া নার্সারী টিলার নুর আহমদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, আটক মাত্তুল কামাল অর্ধডজনের অধিক মামলার পলাতক আসামি।

 

সিএনএন বাংলা২৪