ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিকলবাহা কলেজ বাজার নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

কর্ণফুলী(চট্টগ্রাম)প্রতিনিধি :

দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী কল‍্যাণ সমবায় সমিতি লি: ত্রি-বার্ষিক নির্বাচনের স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র দাখিল করেন বিভিন্ন পদে ২৫জন পদপ্রার্থী। গত ৫ নভেম্বর (রবিবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী কল‍্যাণ সমবায় সমিতি লি: ত্রি-বার্ষিকী নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে স্বতঃস্ফূর্তভাবে ২৫জন পদপ্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

 

তাদের মধ্যে সভাপতি পদপ্রার্থী ৩ জন মুহাম্মদ ওসমান হোসেন, আবদুল হালিম,মোহাম্মদ ইলিয়াস মুন্সী।সহ-সভাপতি-২জন, মোহাম্মদ নাসির উদ্দিন,মোহাম্মদ ইউনুছ (মানামা) সাধারণ সম্পাদক -৩ এম এ বাহ উদ্দিন বাহদুর;জাহাঙ্গীর মুন্সী,আবদুল করিম মন্জু,অর্থ সম্পাদক-৩জন মোহাম্মদ ইদ্রিস(এশিয়া) আব্দুল লতিফ সও: মোহাম্মদ মহসিন। নির্বাহী সদস্য -১৪জন ১)নঈম উদ্দিন, ২)মোহাম্মদ মহিউদ্দিন,৩)সালাহ উদ্দিন রাজু,৪)মোঃ ইদ্রিস,৫)মোঃ হারুন ৬)শুকদেব নাথ,৭)মোহাম্মদ সেলিম,৮)মিটন কুমার শীল ৯)শফিকুল ইসলাম মানিক, ১০)ইউচুফ খোকন, ১১)আজগর টিপু, ১২)মোঃ হারুন,১৩)মহিউদ্দিন,১৪)মোহাম্মদ এয়াছিন।

 

উল্লেখ্য গত ২৬ অক্টোবর থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়।জমা দেওয়ার শেষ তারিখ ৫ নভেম্বর,বাছাই ৬ নভেম্বর বৈধ মনোনয়নপত্র প্রত‍্যাহার ১৫ নভেম্বর প্রতীক বরাদ্দ একই দিনে। আগামী ২৭ নভেম্বর সকাল ১০ঘটিকা থেকে বিকাল ৪ঘটিকা পর্যন্ত বিরতিরহীন ভাবে ভোট গ্রহণ করা হবে । শিলকবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী কল‍্যাণ সমবায় সমিতি লি: ১৩৯জন সদস্য ভোটার তাদের ভোটাধিকার মাধ্যমে আগামী দিনের জন্য যোগ্য নেতৃত্বে কে নির্বাচিত করবে। শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী কল‍্যাণ সমবায় সমিতি লি: নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার পটিয়া মোহাম্মদ রাসেল চৌধুরী, সদস্য মোহাম্মদ সোলায়মান,মোহাম্মদ তৈয়ব।

সিএনএন বাংলা২৪