নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের মিরসরাইয়ে ভাসুরকে কুপিয়ে হত্যামামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রহিমা বেগমকে (৬০) গ্রেপ্তার হয়েছেন। সোমবার কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষিপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। রহিমা বেগম জোরারগঞ্জ থানার মরগাং এলাকার নূর মোহাম্মদের স্ত্রী।
র্যাব জানায়, আবুল কালাম ওরফে সাহেব মিয়ার (৫২) সাথে তার ভাই নূর মোহাম্মদের জমির বিরোধ ছিল। ২০০৫ সালের ৫ নভেম্বর বিকেলে নূর মোহাম্মদ ও তার স্ত্রী রহিমা সাহেব মিয়াকে কৌশলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম দুই জনকে আসামি করে মামলা করেন। আদালত পুলিশের তদন্ত এবং সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে রহিমা বেগম এবং তার স্বামী নূর মোহাম্মদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, এ ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে র্যাব জানতে পারে আসামি রহিমা বেগম গ্রেপ্তার এড়াতে ছদ্মনামে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার লক্ষীপুরে এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ জুন) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিমা জানান, গ্রেপ্তার এড়াতে তিনটি ১৮ বছর ধরে ছদ্মনামে কিশোরগঞ্জে বসবাস করে আসছেন। সেখানে তিনি মাদকের ব্যবসাও করেন।
এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪