ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে অস্ত্রসহ তিন ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল ডাকাতির প্রস্তুতি কালে ৩ জনকে আটক করেছে। এসময় তাদের কাছে রক্ষিত দেশীয় তৈরি অস্ত্র, কার্তুজ,রামদা, কিরিচ, ছোরা ও লোহার রড উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল দিবাগত রাতে টেকনাফ থানা পুলিশ গোদার বিল ফায়ার সার্ভিস সড়কে ডাকাতির প্রস্তুতি কালে তাদের আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলেন, কক্সবাজার চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকার মোঃ সোহেল, টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়ার আকতার হোসেন ও খানকার ডেইল এলাকার মোঃ ইউনুস। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রজ্জু করে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করে জানান ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪