ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গোসল করতে গিয়ে মৃগীরোগী যুবকের মৃত্যু।

আবু নাসের খান লিমন,মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় গোসল করতে গিয়ে শান্ত বেপারী (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ডহরি-তালতলা খালে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।জানা যায়,গত শনিবার দুপুরে গোছল করতে গিয়ে নিখোঁজ হন শান্ত।

 

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টা পর্যন্ত খুঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।রবিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন বেড়াজাল ফেলে মরদেহটি উদ্ধার করে৷

 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে ডহরি-তালতলা খালে গোসল করতে গিয়ে বিকাল হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় খোজতে বের হয়। পরে ঘটনাস্থলে গিয়ে অনেক খোজাখুজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

 

এক পর্যায়ে উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে রাত দেড়টা পর্যন্ত খোঁজাখুজি করে কিন্তু কোথাও পাওয়া যায়নি। পরের দিন সকালে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। আরও জানা যায়, নুরপুর গ্রামের শাহআলম বেপারির পুত্র শান্ত মৃগীরোগে আক্রান্ত ছিলেন।

 

এ ঘটনায় লৌহজং থানার একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।ঘটনার দিন রাতে ও উদ্ধারের পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খায়রুন নেছা৷ তারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।