ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে ইয়াবাসহ আবুল কালাম নামের মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফ থানা পুলিশ এক বসত বাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ আবুল কালাম নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

 

সে টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুল গনির ছেলে। সোমবার (১০ জুলাই) ভোরে এ অভিযান পরিচালনা করে টেকনাফ থানা পুলিশ।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক রোকনুজ্জামান জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) স্যারের নির্দেশে সাতঘরিয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আবুল কালাম এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় ৬ হাজার পিস ইয়াবাসহ বাড়ির মালিক আবুল কালামকে আটক করতে সক্ষম হয়। ধৃত আসামিকে কক্সবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪