ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পদ্মা সেতুতে দেড় হাজার কোটি টাকা টোল আদায়।

আবু নাসের খান লিমন,মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দক্ষিণ – পশ্চিমান্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার পদ্মা বহুমুখী সেতু। এরই মধ্যে দেড় হাজার কোটি টাকা টোল আদায় করেছে পদ্মা সেতু।

সেতু চালু হওয়ার পর থেকে শনিবার (২৭ এপ্রিল) পর্যন্ত এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

জানা গেছে, দেশের বৃহত্তম পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে এ পর্যন্ত যানবাহন পারাপার হয়েছে ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ৫৬ লাখ ১ হাজার ২৩২টি যানবাহন। আর জাজিরা প্রান্ত থেকে পারাপার হয়েছে ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি যানবাহন।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী। তিনি বলেন, পদ্মা সেতু দিয়ে আশানুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে।