ই-পেপার | শনিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহের জেলখানা ঘাটের রাস্তা রক্ষায় ড্রাম-ট্রাক-লরি বন্ধের দাবি

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহঃ

ময়মনসিংহের জেলখানা ঘাট হতে কোনাপাড়া মোড়, জয় বাংলা বাজার হতে সিরতাসহ সিরতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নতুন পাকা রাস্তার কাজগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কিন্তু উক্ত রাস্তাগুলো দিয়ে মাটি ও বালুভর্তি ডাম ট্রাক ও লরি গাড়ি দিয়ে একটি মহল অবৈধভাবে বালু, মাটি বিক্রি করে যাচ্ছে অনায়াসে। এসব যেনো দেখার কেউ নেই। এসব গাড়ি চলাচলের দ্বারা রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

জেলখানা ঘাট হতে কোনাপাড়া মোড় পর্যন্ত রাস্তাটি সরেজমিনে দেখা যায়, বালু ও মাটিভর্তি ডাম ট্রাক ও লরি গাড়ি চলাচলের কারণে বহু জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে।

এমতাবস্থায় এ রাস্তা দিয়ে চলাচলকারী লোকজনসহ এলাকাবাসী এসব গাড়ি চলাচল না করার জন্য বহুবার নিষেধ করলেও গাড়ির মালিক ও অবৈধ বালু ও মাটি বিক্রেতারা কোনভাবেই মানছে না।

এইচ এম কাদের ,সিএনএন বাংলা২৪