ই-পেপার | বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় ঠাকুর অনুকুল চন্দ্রের আবির্ভাব দিবস উদযাপিত

আবদুল হাকিম রানা, পটিয়া :

পটিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম আবির্ভাব তিথি উপলক্ষে মহা মহোৎসব গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল।

 

প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ রবীশরানন্দ পুরী মহারাজ, বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার শেখ সাইফুল ইসলাম, কাউন্সিলর ০৯নং ওয়ার্ড, শেখ সাইফুল ইসলাম, এডভোকেট ভবতোষ নাথ, ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মনজুরুল আলম সাধারণ সম্পাদক , সৈয়দ আসাদুজ্জামান আমিরি তানিম, বাবু সুভাষ কান্তি ধর, বাবু লালু দাশ, দুদক কর্মকর্তা, বাবু নিহার রঞ্জন চক্রবর্তী, বাবু পুলক চৌধুরী, বাবু কিরীটি ধর, বাবু রতন কুমার দে, বাবু বাবুল ধর, মিন্টু ধর রাজু ধর, সঞ্জয় ধর সহ প্রমুখ।

এতে প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন, তারকন্যাশেখ হাসিনা উন্নত সমৃদ্ধ দেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মান করছেন।তিনি বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক দেশ গড়তে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪