ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মানিকছড়ির তিন পুলিশ অফিসারকে সন্মাননা ক্রেস্ট প্রদান

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ

 

খাগড়াছড়ির আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের আগস্ট-২৩ মাসের কার্যক্রমের অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ ওসি তদন্ত নির্বাচিত হয়েছেন মানিকছড়ি থানার পুলিশের তিন শীর্ষ কর্মকর্তা। এরা হলেন, মানিকছড়ি সার্কেল একেএম কামরুজ্জামান,পরিদর্শক(ওসি) মো. আনচারুল করিম ও শ্রেষ্ঠ তদন্ত পরিদর্শক মো. আজগর হোসেন।

 

২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত মাসের আইনশৃঙ্খলা বিষয়ক সার্বিক কার্যক্রমের ওপর অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মানিকছড়ি থানার শীর্ষ এই তিন অফিসারের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মুক্তা ধর।

 

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আনচারুল করিমসহ থানার তিন শীর্ষ কর্মকর্তাকে ‘সন্মাননা’ প্রদান করায় পুলিশ সুপার মুক্তা ধরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং এই অর্জন তাঁর সকল সহকর্মীদের জন্য উৎসর্গ করে আইনশৃঙ্খলা বিষয়ক সকল কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪