ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজিবির অভিযানে বিপুল আইস জব্দ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে বিজিবির অভিযানে ১ কেজি ৬৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ হয়েছে। শুক্রবার (৭ জুলাই) রাতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কিছু মাদক ব্যবসায়ী ত্রিস্টাল মেথ নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে।

 

 

পরে ভারপ্রাপ্ত অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় অপস্ অফিসারের নেতৃত্বে বালুখালি বিওপি’র একটি চৌকস আভিযানিক টহল দল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালীর সরোয়ারের চিংড়িঘেরে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

এসময় কয়েকজন সীমান্ত হতে হেঁটে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবির টহলদল ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৬৬ গ্রাম বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করতে সক্ষম হয়।

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারে বিজিবির অভিযান পরিচালিত হয়।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪