ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনার চাটমোহরে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ছয় সদস্য আটক

মাসুদ রানা,পাবনা প্রতিনিধি:

 

পাবনা র‌্যাব পাবনা ক্যাম্পের একটি দল চাটমোহর রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে রেলের টিকিট কালোবাজারির চক্রের ছয়জনকে আটক করেছে।

 

আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৩৬টি আসনের টিকেট, ৭টি মোবাইল ফোন এবং টিকেট বিক্রয়ের নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডর মেজর এহতেশামুল হক খান জানান, চাটমোহর রেলস্টেশনে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনের টিকেট কালোবাজারি করে আসছিল।

 

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব পাবনা ক্যাম্পের একটি দল আজ সোমবার দিন ব্যাপী চাটমোহর রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ছয় সদস্যকে আটক করে।