ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে ২৫ কিলোমিটার সড়কের কাজ শেষ পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১০ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সদর ইউনিয়নের পর্যটন বাজার হতে বাহার ছড়ার শামলাপুর পর্যন্ত কার্পেটিং কাজ এগিয়ে চলছে।

 

সদর ইউনিয়নে ২৫ কিলোমিটার সড়কের কার্পেটিং কাজ ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকী কাজ আগামী মাসে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

টেকনাফ উপজেলা উপসহকারী প্রকৌশলী মোঃ আলাউদ্দিন জানান, প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করছে। তিনি বলেন, তিনটি প্যাকেজে কাজটি করা হচ্ছে।

সড়কটির কাজ শেষ হলে এলাকার ২০ হাজার জনসাধারণের দীর্ঘ দিনের যাতায়াত সমস্যা দুরীকরণের পাশাপাশি উপজেলা ও জেলা সদরে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪