ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিজেকেএস খো-খো লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আ জ ম নাছির

ক্রীড়া প্রতিবেদক:

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস খো খো লিগ মঙ্গলবার (৪ জুলাই) থেকে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথমদিনে ১০টি খেলার নিষ্পত্তি হয়।

বুধবার (৫ জুলাই) সকাল ১১ টায় এমএ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ লিগের উদ্বোধন করেন সিজেকেএস’র সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটির সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ্ব মোঃ আলী আব্বাস, আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী।

 

খো খো কমিটির সভাপতি শাহাবুদ্দীন মোঃ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর হাজী মোঃ আবুল বাশার, অহিদ সিরাজ স্বপন, হাসান মুরাদ বিপ্লব, নাছির মিয়া, মোঃ হারুন উর রশীদ প্রমুখ।

 

খেলায় বিসিআইসি ক্রীড়া সংসদ ও অছি ক্লাব টানা ২ খেলায় জয় পেয়ে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এছাড়া হালিশহর লাকি ক্লাব, বাকলিয়া একাদশ জুনিয়র, নবীন মেলা, চট্টগ্রাম রাইফেল ক্লাব, শতদল ক্লাব ও এফএমসি নিজ নিজ খেলায় জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে একধাপ এগিয়ে গেছে। এই লিগে ১৯টি দল ৬ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: