ই-পেপার | বুধবার , ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক :
টেস্ট ও ওয়ানডে জয় পাওয়া শেষ। বাকি ছিল টি-টোয়েন্টি। এবার সেটাও পেয়ে গেছে বাংলাদেশ। নেপিয়ারে শেষের রোমাঞ্চে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা।

টি-টোয়েন্টিতে ব্ল্যাকক্যাপসদের ডেরায় এটাই প্রথম জয় কিউইদের বিপক্ষে নাজমুল হোসেন শান্তদের।

নিউজিল্যান্ডের মাটিতে ১২তম ম্যাচে এসে প্রথম জয় বাংলাদেশের। মিলনেকে মেহেদীর ছক্কা কাভারের ওপর দিয়ে। এরপর চার। তাতেই ঐতিহাসিক জয় নিশ্চিত হলো বাংলাদেশের। দশম ম্যাচে এসে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ।

নেপিয়ারে শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের মূল কারিগর ছিলেন বোলাররা। একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও তাই। ১ রানেই ৩ উইকেট, ২০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ড যায় ১৩৪ রান পর্যন্ত। রান তাড়ায় বাংলাদেশের ইনিংস ধরে রাখেন লিটন। ভাগ্যের সহায়তা পেয়েছেন, ঠিক ফিটও ছিলেন না। তবে ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি।

শেষ দিকে ১৪ বলে ১৯ রানের ক্যামিওতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেহেদী। তাতেই ৮ বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ।