ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশ কনস্টেবল ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত

সিএনএনবাংলা২৪ ডেস্ক :

রাজধানীর ফার্মগেট মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে কাজে যোগ দিতে তেজগাঁও রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার পেছনে কী কারণ রয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলমান রয়েছে।

 

নুর মোহাম্মদ,সিএনএনবাংলা২৪