ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা : দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

হোসেন বাবলা, চট্টগ্রাম:

বন্দর নগরীর চট্রগ্রামে থানা শিক্ষা অফিসের উদ্যোগে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায়‌ ৩৯নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

 

নকআউট পর্বে মাহামুদুন্নবী স্কুলের বিপক্ষে (ওয়াকওভার) জয়ী পতেংগা উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে, সেমিফাইনালে নিমতলা উচ্চ বিদ্যালয় এবং ফাইনালে ইষ্টার্ন রিফাইনারি মডেল হাইস্কুলকে চৌকস খেলোয়াড় আতিকুর রহমানের দেয়া একমাত্র গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এই অর্জেনের ফলে অপরাজিত থেকে জেলা পর্যায়ে খেলার টিকেট পেয়েছে দলনেতা আরমানের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল টিম।

 

টিমের কিপার আব্দুর নূর, মিড ফিল্ডার রাহাত হাসান ও রাকিবের অসাধারণ ক্রীড়া‌ নৈপুণ্যে টিমের সাফল্য অর্জিত হয়েছে বলে জানান সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকার।

 

টিমের পরিশ্রমী সিনিয়র শিক্ষক সুভাশিষ নন্দীর নেতৃত্বে ও ট্রেইনার আমীর হোসেনের প্রশিক্ষণে সত্যিকার শৈল্পিক ফুটবল খেলা দেখিয়ে চলেছে তালতলার এই দলটি।

তাদের সাফল্যের পেছনে প্রধান শিক্ষক মোঃ ইসমাইল ও পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, সদস্য মোঃ নুরুল বশর, সিনিয়র শিক্ষক গোলাম মহিউদ্দিন, রিদওয়ানুল বারী, মোঃ ইলিয়াস আলী, ওসমান গনি, মুনিরুল আনোয়ার, হামিদুর রহমানসহ অন্যরা বিজয়ী ফুটবল টিমকে সর্বদা সাহস যুগিয়েছে।

তবে তাদের নেপথ্যে একজন নিরালস পরিশ্রমী ক্রীড়া সংগঠক এই টিম গঠনে স্কুল ফুটবলের উদ্দীপকও বটে!সব ছাড়িয়ে বহু বছর পর বর্তমান ইপিজেড থানাধীন (বন্দর জোন) দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় সেরা কৃতিত্ব অর্জন পুরো এলাকাবাসীকে সম্মানিত করেছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪