ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিপুল বিস্ফোরকসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কোহিনূর হেলাল, কক্সবাজার :

সন্ত্রাসী সংগঠন ‘আরসা’ র শীর্ষ দুই সন্ত্রাসী দ্বীন মোহাম্মদ বেলাল (২৮) ও শাহ আলম (৪০)কে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেফতার হওয়া রোহিঙ্গা সন্ত্রাসী দ্বীন মোহাম্মদ বেলাল ও শাহ আলম উখিয়া ক্যাম্প ২০ মেইন ব্লক ই সাব ব্লক এম /৩৬ এর বাসিন্দা।

গত ১২ নভেম্বর, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ দ্বীন মোহাম্মদ বেলাল ও শাহ আলমকে রোহিঙ্গা দ্বীন মোহাম্মদ বেলালের বসতঘর হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে বিস্ফোরক সাদৃশ দ্রব্য ৩২০ গ্রাম, লাল রংয়ের কথিত বারুদ পাউডার ওজন ৩০০ গ্রাম, অফ হোয়াইট কালারের কথিত বিস্ফোরক পাউডার ৩০০ গ্রাম, সাদা রংয়ের বিস্ফোরক দ্রব্য ওজন ২০০ গ্রাম, পটাসিয়াম বিস্ফোরক পাউডার ওজন ৬০০ গ্রাম, হলুদ রংয়ের সালফার বিস্ফোরক পাউডার ওজন ৬০০ গ্রাম, ১০ টি ডেটোনেটর, ৫ টি গাজী টেফলন টেপ, ১ টি গামের কৌটা ২০০ গ্রাম, ১০৬ প্যাকেট লোহার বিয়ারিং বল, ৪ টি নেগেটিভ-পজিটিভ গাম টিউব, ২ টি নেগেটিভ পজেটিভ গাম টিউব, ২ টি কাঠের কাঠি ও ২টি শপিং ব্যাগসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যসহ আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।