ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গরুর পরিবর্তে ছাগল দেওয়ায় হাটহাজারিতে গৃহবধূকে হত্যা!

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারিতে সুমি আক্তার (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) রাতে হাটহাজারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের একটি হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গৃহবধূ সুমি আক্তার হাটহাজারি উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পেশকারহাট এলাকার মুহাম্মদ সিরাজ মিয়ার মেয়ে।

সুমি আক্তারের মা মিনা আক্তারের দাবি, ‘কোরবানিতে গরুর পরিবর্তে ছাগল দেয়ার জেরে তার মেয়েকে নির্যাতন করে হত্যার পর শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে চালাচ্ছে’।

তবে গৃহবধূ সুমি আক্তারের শ্বশুর ফরিদ আহমদ বলেন- ‘কোরবানির কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়নি। বউমা কেনো আত্মহত্যা করেছে জানি না’।

সুমি আক্তারের পরিবারের লোকজন জানায়, গেল বছর হাটহাজারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের সৈয়দপাড়ার ফরিদ আহমদের পুত্র কাতার প্রবাসী তাজুল ইসলাম নয়নের সাথে পারিবারিকভাবে সুমি আক্তারের বিয়ে হয়।

হাটহাজারি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন- ‘সুমি আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে হত্যা না আত্মহত্যা’।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা ২৪: