ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামু হতে শাহাব উদ্দীন নামের একজন মাদক কারবারী গ্রেফতার

নুর মোহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলা থেকে শাহাব উদ্দীন নামের একজন মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব-১৫। সোমবার (৬ নভেম্বর) সকালে রামুর চাকমারকুল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি চাকমারকুল ইউনিয়ন’র সাবেক ইউপি সদস্য মৃত কবির আহমদের পুত্র।

এলাকাবাসী সুত্রে জানা গেছে ওই গ্রেফতারকৃত শাহাব উদ্দীন দীর্ঘদিন ধরে মাদককারবারে জড়িত। র‌্যাব-১৫ সুত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার চাকমারকুল ইউনিয়নের খরুলিয়ার টেক এলাকায় অভিযান পরিচালনা করে ওই মাদক কারবারিকে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের হেফাজতে নেয়া হয়েছে।