ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম আদালত সড়কে উচ্ছেদ অভিযান, যাতায়াতে মিলবে স্বস্তি

আবুল ফয়েজ চৌধুরী, চট্টগ্রাম :

চট্টগ্রাম আদালত সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এই উচ্ছেদের ফলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও বিভিন্ন আদালতের ভবনে যাতায়াতকারী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হবেনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন সরকারি অফিসে বিচারকসহ ৩ হাজার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আদালত ঘিরে প্রায় ৫ হাজার আইনজীবী ও সহকারী রয়েছেন। এসব অফিস-আদালতে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করেন। ছোট রাস্তায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, আদালত ঘিরে বেশ কিছু দখলদার সরকারি জমিতে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তুলে। এগুলো ছেড়ে দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও জবরদখলকারীরা কোনো গুরুত্ব দেয়নি। উচ্ছেদে নোটিশও দেওয়া হয়। তারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। ফলে উদ্ধার অভিযান স্থগিত হয়ে যায়। সম্প্রতি রিটের নিষ্পত্তি হলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।