ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁও মামুন দশ হাজার ইয়াবাসহ ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়েছে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের আশরাফুজ্জামান মামুন। মগবাজার রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এই চালান সে ঢাকায় পার্টির কাছে পৌঁছে দিতো বলে গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেছে। তবে কাদের কাছে পৌঁছে দেয়া হয় তা জানা যায়নি।

ঢাকার গোয়েন্দা পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তি তে সে জানা,এর আগে তিনবার আটক হয়েছে, ২ মাস আগে জামিনে বেরিয়ে আবারো শুরু করে ইয়াবার চালান।

আশরাফুজ্জামান মামুনের বাড়ী ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড নাপিতখালী এলাকায়। সে মরহুম মোক্তার আহমদ মেম্বারের ছেলে এবং ঈদগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক।

জেলা পরিষদ সদস্য আরিফুল ইসলাম ও ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শরীফ কোম্পানীর ভাইপো আশরাফুজ্জামান মামুন।