ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে মাদরাসাছাত্রকে অপহরণ করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি 

বিশেষ প্রতিবেদক:

টেকনাফে এক মাদরাসাছাত্রকে অপহরণ করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। নয়তো ওই ছাত্রকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ২৭ জুন (মঙ্গলবার) বিকেল তিনটার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাঙ্গারডেইল এলাকার নিজের বাড়ি থেকে বাজারে যাবার পথে নুরুল আলম (২১) নামের ওই ছাত্র নিখোঁজ হয়।

অপহৃত নুরুল আলম টেকনাফ সদর ইউনিয়নের হাঙ্গারডেইল গ্রামের আলি আকবর ও ছলেমা বেগমের পুত্র।

অপহৃত নুরুল আলমের বড় ভাই নুর হোসেন জানান, তার ছোট ভাই নুরুল আলম মঙ্গলবার বিকেল তিনটার দিকে বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়ে আর ফিরে আসেনি। পরে তার ব্যবহৃত মুঠোফোন (০১৮৮৯৭৭৯৬৯৩) নম্বরে কল দিলে অন্য একজন রিসিভ করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। নয়তো নুরুল আলমকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।

জানা যায়, পরবর্তীতে অপহরণকারীরা অপর একটি মুঠোফোন (০১৮৫৭৯৩৯৪০৯)  নম্বর থেকে কল করে আবারও ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে সময়সীমা বেঁধে দেয়।

এবিষয়ে অপহৃত নুরুল আলমের বড় ভাই নুর হোসেন টেকনাফ থানাকে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল হালিম জানান, অপহৃতকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

 

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা ২৪: