ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন : আবু সাইদ

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

ষষ্ট দ্বিতীয় দাপে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু সাইদ, বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২১ মে ২০২৪) তারিখে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১০৩টি ভোট কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলে।

সর্বশেষ ফলাফলে জানা যায়, মো. আবু সাইদ (দোয়াত কলম) প্রতীক ৪৫ হাজার ৭১৯ ভোট পয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন (ঘোড়া) প্রতীক পেয়েছেন ৪০ হাজার ৫৫৭ ভোট। ৫ হাজার ১৬২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান আবু সাইদ।

কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠভাবে ভোট সম্পন্ন হয়েছে। তবে ভোটের উপস্থিতি কম ছিল।