ইয়াছমিন মুন্নী, কক্সবাজার :
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর তাজনিমার খোলা ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আতাউল্লাহ (৫০) ১৯ নম্বর ক্যাম্পের মৃত জালাল আহমদের ছেলে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় এ ঘটনা ঘটে।
৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর বলেন, ‘পাঁচ-ছয় জন সন্ত্রাসী আতা উল্লাহকে ১৯ নম্বর ক্যাম্পে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে এপিবিএন-১৯ ক্যাম্প ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত উদ্ধার করে আরটিএম হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করে। উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।