ই-পেপার | বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নিখোঁজের এক সপ্তাহ পর ইনানীতে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

আবদুল লতিফ বাচ্চু, উখিয়া :

 

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া গ্রামের ফরিদ আলমের নিখোঁজ ছেলে, ইজিবাইক চালক মোঃ নুরুল আবছারের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীর হোটেল রয়েল টিউলিপের দক্ষিণ পাশে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ময়নাতদন্তের পর হত্যার মূল রহস্য জানা যাবে। উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে আবছার নিখোঁজ হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।