ই-পেপার | বুধবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কোতোয়ালি বলুয়ারদিঘীর পশ্চিম পাড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, বিপদ-দুর্ঘটনা মানুষের জীবনের একটি অংশ। তবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে দেশ ও জাতির যেকোনও ক্রান্তিকালে অসহায় ও দুর্গত মানুষের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করেছে। গণমানুষের জন্য আমাদের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার বিকালে কোতোয়ালি থানা জামায়াতের আয়োজনে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডের বালুয়ার দিঘী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন।

কোতোয়ালি থানা জামায়াতের আমীর আমির হোছাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, দেওয়ান বাজার ওয়ার্ড আমীর এডভোকেট আনোয়ার সা’দত, সেক্রেটারী শাহকামাল হাসান, ওয়ার্ড জামায়াত নেতা আবদুল মতিন, শেখ আহমদুর রহমান চৌধুরী, নুরু মিয়া, শহীদুল ইসলাম, তাওহীদুল ইসলাম প্রমুখ।