ভাঙ্গা(ফরিদপুর) :
ফরিদপুরের ভাঙ্গায় কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চ›্র দত্তের বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগের তথ্য সংগ্রহকালে স্থানীয় কয়েকজন সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বিকেল সাড়ে ৩ টার েিক ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ওদুর্নীতির সংক্রান্ত সংবা সংগ্রহ করতে গেলে স্থানীয় সংবাদকর্মী আক্তারুজ্জামান সোহেল বারী ও লিয়াকত হোসেনকে গালিগালাজসহ খারাপ আচরণ করেন প্রধাণ শিক্ষক। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সংবাদকর্মীরা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
প্রধান শিক্ষক অরুণ দত্তের অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এ ঘটনায় উপজেলাব্যাপী বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বৈছে।
ভিডিওতে খো যায়, প্রধাণ শিক্ষক অরুণ চন্দ্র দত্তের কক্ষে প্রবেশের পর তাঁর বিরুদ্ধে কিছু অনিয়ম ও দূর্ণীতির তথ্যের বিষয়ে জানতে চায় স্থানীয় কয়েকজন সংবাদকর্মী।
এসময় সংবাদকর্মীরা কিছু বুঝে উঠার আগেই তাদের উপরে চড়াও হন প্রধান শিক্ষক অরুণ দত্ত। তখন প্রধাণ শিক্ষক সংবাদকর্মীদের উদ্ধ্যেশ্যে অ¯্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করতে থাকেন…. ‘এই শুয়ারের বাচ্চা রুম থেকে বাইরা’…. এর জবাবে সংবাদকর্মীরা বলছেন….আপনি ভদ্র ভাষায় কথা বলুন।
প্রধান শিক্ষক বলছেন-“তুই ক্যামেরা বের করলি ক্যান, এই কুত্তার বাচ্চা” রুম থেকে বের হ! এতে সংবাদকর্মী প্রধান শিক্ষককে বলতে দেখা যায়- আপনি একজন প্রধান শিক্ষক, আপনার ভাষা এমন হওয়া উচিৎ নয়! এসময় প্রধান শিক্ষকের রুমে থাকা অন্নান্য শিক্ষকরা কয়েকজন সংবাদকর্মীদের ওই রুম থেকে বাইরে টেনে নিয়ে আসে।
এক পর্যায়ে, সংবাদকর্মীরা বিষয়টির ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ জানাতে চাইলে উল্টো ওই ব্যিালয়ের মধ্যে বহিরাগত অজ্ঞাত কিছু লোকজন সংবাদকর্মীরে কামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং তাদেরকে ধাওয়া করেন। পরবর্তিতে সংবা কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে এ বিষয়ে অভিযোগ জানায়।
সোহেল বারী জানায়, প্রধাণ শিক্ষক অরুণ চন্দ্র দত্তের বিরুদ্ধে মোটা অংকের উপঢৌকনের বিনিময়ে সম্প্রতী ওই ব্যিালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের অভিযোগ পাই। এছাড়াও ওই বিদ্যালয়ে একটি বহুতল ভবন নির্মানের বিষয়ে অনিয়ম ও দুর্নীতির তথ্য পাই। সেই বিষয়ে তথ্য সংগ্রহকালে তাঁর বক্তব্য চাইতে গেলে তিনি আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় একটি ন্যায় বিচারের দাবি করেন তিনি।
ভাঙ্গা যুগান্তর ও যমুনা টিভির প্রতিনিধি আব্দুল মান্নান বলেন, প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত একজন ব মেজাজের মানুষ। এর আগে অরুণ ত্তের সঙ্গে তাঁর ব্যিালয়ের বিষয়ে একটি তথ্য জানতে চাইলে তিনি আমার সঙ্গেও খারাপ আচরণ করেছিলেন। স্থানীয় সংবাদকর্মীরে সঙ্গে খারাপ আচরণের বিষয়ে তিনি তীব্র নিন্দা ও প্রতিবা জানান।
অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, সংবাদকর্মীদের সঙ্গে গালাগাল করার ভিডিও’র বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি নন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিস্তারিত তিনি জানাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-এ-খুদা জানান, বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।