ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অপরাধ তথ্যচিত্র’র চকরিয়া প্রতিনিধি হলেন জহিরুল ইসলাম

বার্তা পরিবেশক:

সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র’র চকরিয়া প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গনমাধ্যম কর্মী মোঃ জহিরুল ইসলাম।

সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র’র সম্পাদক ফজলুল হক স্বাক্ষরিত নিয়োগপত্র চকরিয়া প্রতিনিধির হাতে ইতিমধ্যে তুলে দেয়া হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) পরিচয়পত্র প্রদানকালে দৈনিক আজকের দেশবিদেশের প্রতিনিধি সেলিম উদ্দীন, দৈনিক ইনানীর প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন ও দৈনিক রূপালী সৈকতের প্রতিনিধি মোঃ জিয়াউল হক জিয়া উপস্থিত ছিলেন।

 

মোঃ জহিরুল ইসলাম কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বপাড়ার মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আবদু ছোবহানের পুত্র।

তিনি চকরিয়া প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র’র সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪